ই ক্যাপ ৪০০ খেলে কি হয় উপকারিতা ও কোনটা ভালো জানুন
ভূমিকা
ই ক্যাপ ৪০০ খেলে কি হয়
- ক্যাপসুলটি যদি খাওয়া হয় তাহলে এটা হার্টের সমস্যা দূর করতে ভূমিকা রাখতে পারবে।
- আপনারা যারা মাথার চুল পড়া রোধ করতে চান তারা এটাও খাইতে পারেন। এতে অনেক উপকারিতা পাওয়া যাবে।
- শরীরে যে কোন ধরনের ভিটামিন এই অভাবজনিত রোগ থেকে প্রতিরোধ করতে ভূমিকা রাখবে।
- শরীরে বয়সের ছাপ দূর করতে এটা বিশেষ উপকারী ভূমিকা নিয়ে আসে।
- ক্যাপসুলটি যদি খাওয়া হয় তাহলে এটা মাথার চামড়ার উপরে যেতে ব্যালেন্স আছে সেটা রক্ষা করতে সাহায্য করে।
- মাথার তালুতে রক্ত সরবরাহ প্রক্রিয়াকে বৃদ্ধি করে।
- শরীরে যদি কোথাও কেটে যায় তাহলে ক্ষত নিরাময় করতেও এর রয়েছে তার অনেক ভূমিকা।
- মাথায় চুলের গড়া শক্ত হয় এবং মজবুত করে।
- আপনি যদি চুলের সৌন্দর্য ঠিক রাখতে চান তাহলে এক কাপ ৪০০ খেতে পারেন। তাহলে বুঝতে পারছেন ই-ক্যাপ 400 খেলে কি হয়।
ই-ক্যাপ 400 এর কাজ কি
ই ক্যাপ 400 এর উপকারিতা
- চুলের যত্নেঃ বিশেষ করে চলে স্বাস্থ্যের জন্য কিন্তু ই ক্যাপ 400 খুবই উপকারী। চুলের গোড়া তে পুষ্টি জগানোর পাশাপাশি চুল পড়া সমস্যা সহজে কোন ধরনের চুলের স্বাস্থ্য উন্নতি করতে ভূমিকা রাখবে। এছাড়াও চুলের সুস্মিতা দূর করার পাশাপাশি চুল আরো বেশি মসৃণ এবং উজ্জ্বল রাখতে পারে।
- ইমিউন সিস্টেমের উন্নতিতেঃ সাধারণত ভিটামিন ই হচ্ছে খুবই শক্তিশালী একটা এন্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমকে শক্তিশালী করে। ই ক্যাপ 400 গ্রহণ করা হলে এটা স্বাভাবিকভাবে আমাদের শরীরের বৃদ্ধি করবে এবং বিভিন্ন ধরনের সংক্রামক থেকে আমাদের রক্ষা সহযোগিতা করবে।
- বয়সের ছাপ দূর করতেঃ অনেক উপকারীর দিকের ভেতরে অন্যতম একটি উপকারের দিক হচ্ছে ই ক্যাপ 400 খাওয়া হলে এটা আপনার শরীরে বয়সের ছাপ পড়তে দিবে না। কারণ ক্যাপসুলটি এন্টি এজিং হিসেবে কাজ করতে পারে দারুন ভাবে।
- ভিটামিন ই এর অভাবঃ শরীরে যখন ভিটামিন ই এর অভাব দেখা দেয় তখন কিন্তু খুব সহজেই যেকোনো ধরনের রোগ জীবনে আমাদেরকে আক্রমণ করে। এজন্য আপনি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ই ক্যাপ 400 সেবন করেন তাহলে এটা আপনার শরীরে ভিটামিন ই এর অভাব দূর করবে।
- হার্টের স্বাস্থ্য ভালো থাকেঃ ই ক্যাপ 400 খাবার যতগুলো উপকারী দিক আছে তার ভেতর থেকে অন্যতম একটি উপকারী দিক হচ্ছে এটা খাওয়া হলে আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখবে। এজন্য চিকিৎসকরা তাদের চিকিৎসায় পরামর্শ দেন ই ক্যাপ 400 খাওয়ার।
- অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কার্যকারিতাঃ ই ক্যাপ 400 এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। মূলত শরীরে থাকা ক্ষতিকারক ফিরে রেডিক্যাল গুলোকে ধ্বংস করতে ই ক্যাপ 400 খুবই উপকারী। এজন্য ক্যান্সার সহ অন্যান্য সকল দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি হ্রাস করতে পারে এই ক্যাপসুলটি।
ই ক্যাপ 400 খাওয়ার নিয়ম
ই ক্যাপ 400 এর উপকারিতা ও অপকারিতা গুলো অনেক সময় নির্ভর করে থাকি আপনি কিভাবে ই-ক্যাপ 400 সেবন করছেন তার উপরে। আপনি যদি উপকারিতা গুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ই -ক্যাপ ৪০০ খাবার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে। মূলত এটা এক ধরনের ভিটামিন যেটা আমাদের শরীরে ভিটামিন ই এর অভাব দূর করে থাকে। চলুন ই ক্যাপ 400 খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।
- সাধারণত আপনি যখন খাওয়ার গ্রহণ করবেন তার ৩০ থেকে ৪০ মিনিট পরে এটা খাওয়ার চেষ্টা করুন।
- বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তারা ই-ক্যাপ 400 প্রতিদিন একমাস পর্যন্ত খেতে পারবেন।
- চেষ্টা করবেন প্রতিদিন একই সময় ক্যাপসুলটি খাওয়ার।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা কিন্তু কখনোই খাওয়া বন্ধ করবে না।
- কখনো যদি এমন হয় আপনি কোন ডোজ মিস করেছেন তাহলে চেষ্টা করবেন পরবর্তী ডোজ তাড়াতাড়ি খাওয়ার। কিন্তু কখনোই পরবর্তী সময়ে প্রয়োজনের বা সঠিক মাপের দ্বিগুণ ডোজ খাওয়া যাবে না।
- বিশেষ করে শিশুদের ভিটামিন ই এর অভাবজনিত কারণে খেতে হবে ভিটামিন ই 200 আই ইউ প্রতিদিন।
- আর আপনারা যারা চুল এবং ত্বকের উন্নতির জন্য খেতে চান তারা খেতে পারবেন ভিটামিন ই ২০০ থেকে ৪০০ প্রতিদিন।
ই-ক্যাপ 400 দাম কত
আমরা অনেকেই জানিনা ই ক্যাপ 400 ওষুধের দাম সম্পর্কে। এজন্য আর্টিকেলের এই অংশে এসে আমরা বিস্তারিত জানব যে ই ক্যাপ 400 দাম কেমন। চলুন সোজাসুজি মেন আলোচনায় যাওয়া যাক। সাধারণত ই ক্যাপ ক্যাপসুলগুলো ২০০,৪০০,৬০০ বিভিন্ন এমজি পাওয়া যায়। যে কারণে এক একটি ওষুধের দাম একক রকম ভাবেই থাকে।
- আপনি যদি ই ক্যাপ ২ ওষুধ নিতে চান তাহলে এক্ষেত্রে দাম পড়বে ৫ টাকা
- ই ক্যাপ ৬০০ দাম ৮ টাকা
- ই ক্যাপ ৪০০ দাম ৭ টাকা
- তবে কোন কোন অনলাইন ওয়েবসাইট গুলোতে আপনি একপাতা ই ক্যাপ 400 পেয়ে যেতে পারেন ৯৪ থেকে ১০০ টাকার ভিতরে
- ই ক্যাপ 400 এক বক্স মূল্য ৪২০ টাকা
ই ক্যাপ ক্যাপসুল কোনটা ভালো?
ই ক্যাপ ৪০০ খেলে কি হয় এ বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনি অনেক ধারণা পেয়েছেন। ই ক্যাপ ক্যাপসুল তো অনেক ধরনের আছে এর ভেতর থেকে কোন ক্যাপসুলটি সবথেকে ভালো আপনার মাথায় প্রশ্ন জাগতেই পারে। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে আসা যাক এই ক্যাপ ক্যাপসুল কোনটা ভালো।
বর্তমান সময়ে বাজারে যে ই ক্যাপসুল গুলো পাওয়া যাচ্ছে তার ভেতর থেকে আপনি ব্যবহার করতে পারেন evinion 400 নামের ভিটামিন ই ক্যাপসুল টি। এ ক্যাপসুলটি ব্যবহার করা হলে এটা আপনার কোষগুলোকে সুস্থ রাখার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করবে। এছাড়াও কোষ পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করতে রয়েছে এই ক্যাপসুল টি দারুন এক ভূমিকা।
এই ক্যাপসুলটের পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন Genone E-Gen 400 softgel capsule যেটি ব্যবহার করা হলে ত্বকের ব্রণ সমস্যার সহ বিভিন্ন সমস্যার সমাধান করবে এবং চুলের যত্নে ভূমিকা রাখতে পারবে। আশা করছি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন।
ই ক্যাপ 400 এর অপকারিতা
ই ক্যাপ ৪০০ খেলে কি হয় এ বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনি খুব ভালোভাবে জেনে গেছেন। কিন্তু ই ক্যাপ 400 আবার যেমন অনেক উপকারীর দিক আছে ঠিক তেমনি আছে কিছু ক্ষতিকর দিকও। তাই এই বিষয়গুলো জানাও কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে আসা যাক ক্ষতিকর দিকগুলো সম্পর্কে।
- মাথা ব্যাথাঃ কারো কারো ক্ষেত্রে ই ক্যাপ খাওয়ার পরে কিন্তু মাথা ব্যাথা সমস্যা হতে পারে।
- পেটের সমস্যাঃ বিভিন্ন সময় দেখা যায় কারো ক্ষেত্রে একেক খাওয়া হলে পেটে বিভিন্ন ধরনের অস্বস্তি ভাব কিংবা ডায়রিয়া সমস্যা ও সৃষ্টি হচ্ছে
- রক্ত পাতলা হওয়াঃ বিশেষ করে আপনারা যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুল রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বিক্রিয়া করার মাধ্যমে কিন্তু রক্তপাতলা করতে পারে। এজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খেতে হবে।
- এলার্জির প্রতিক্রিয়াঃ ই ক্যাপ 400 খাওয়া হলে বিভিন্ন সময় দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এলার্জি প্রতিক্রিয়া তৈরি হতে পারে যেমন - ত্বকে চুলকানি কিংবা ফুসকরি বের হওয়া।
- দৃষ্টি শক্তির সমস্যাঃ ক্যাপসুলটি যদি দীর্ঘ সময় যাবত সেবন করা হয় তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু দৃষ্টি শক্তির সমস্যা হতে পারে।
ই ক্যাপ খেলে কি হয়
যখন আমাদের শরীরে ভিটামিনের অভাব দেখা দেয় তখন এই ভিটামিনের এই অভাব দূর করার জন্য চিকিৎসকরা ভিটামিন ই ক্যাপ খাওয়ার কথা বলে থাকেন। ই ক্যাপ খাওয়া হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার মিলে। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে আসা যাক ই ক্যাপ খেলে কি হয়।
- ই ক্যাপ খাওয়া হলে এটা আপনার হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা রোধ করার পাশাপাশি হাড়ের স্বাস্থ্য ভালো রাখবে।
- নিয়মিতা ভাবে যদি ই ক্যাপ খাওয়া হয় তাহলে এটা শরীরের রক্ত ক্ষমতা কে বৃদ্ধি করবে।
- বন্ধত্বের সমস্যা রোধ করতে রয়েছে ই ক্যাপের দারুণ ভূমিকা।
- বিশেষ করে কিডনির সমস্যা প্রতিরোধ করতে পারে এই ক্যাপ। এজন্য চিকিৎসকরা কিডনি সুস্থ রাখার জন্য ই ক্যাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
- চর্মরোগ সমস্যা সমাধান করতেও কিন্তু রয়েছে ই ক্যাপের দারুণ ভূমিকা। তবে বেশি পরিমাণ খাওয়া হলে কিন্তু চর্মরোগ হওয়ার ঝুঁকি থাকে।
- এছাড়াও নিয়মিত ভাবে যদি ইক্যাপ খাওয়া হয় তাহলে এটা কিন্তু ত্বকের সানবার্ণ কম করে।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url