সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ ও ফজিলত

সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ আমরা এখন আলোচনা করব তাই এ বিষয়টি যদি না জেনে থাকেন তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নিন সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ ও সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ।
multiplebd-সূরা-বাকারার-শেষ-দুই-আয়াত-বাংলা-অর্থসহ
আমাদের জন্য সূরা বাকারার শেষ দুই আয়াত কত খুব গুরুতপূর্ণ যার ফজিলত অনেক। তাই আপনারা যারা ছড়া বাকারা শেষ দুই আয়াত উচ্চারণ করতে পারেন না কিংবা বাংলা অর্থ জানেন না চলুন তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে এ বিষয়ে সম্পর্কে জেনে আসা যাক।.

সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ

পবিত্র কোরআন শরীফে যে সকল সূরা আছে তার ভেতর থেকে অন্যতম এবং খুব গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা আল বাকারা। আর এই সুরা বাকারার শেষ তিন আয়াতের গুরুত্ব এবং ফজিলত কিন্তু অনেক। সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ চলুন জেনে আসা যাক। সূরা বাকারার শেষ দুই আয়াত হচ্ছে যথাক্রমে।

اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ‌ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓئِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ‌ۚ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْ

বাংলা অর্থঃ রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বিশ্বাস রাখেন তাতে যেটা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তার পালনকর্তার পক্ষ থেকে এবং মুমিনগণও। প্রত্যেকেই বিশ্বাস রাখে আল্লাহ তায়ালার প্রতি এবং তার ফেরেশতাগণদের প্রতি, তার কিতাব সমূহ ও রাসূগণদের প্রতি। তারা বলে আমরা তার রাসুল গণের ভেতরে কোন পার্থক্য করি না, আরো বলেছে আমরা শুনেছি ও মেনে নিয়েছি, হে আমাদের পালনকর্তা, আমরা ক্ষমা চাই এবং আপনার কাছে প্রত্যাবর্তন।


لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ‌ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا‌ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ‌ۚ اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكفِرِيْنَ

বাংলা অর্থঃ আল্লাহ তায়ালা কারো উপর কখনো তার সাধ্যের বেশি অতিরিক্ত বোঝা চাপান না। প্রত্যেকেই তাদের নিজের উপার্জনের ফল ভোগ করবে এবং সে যা অর্জন করবে এটার জন্য দায়ী থাকবে। হে আমাদের পালনকর্তা! যদি আমরা ভুল করি অথবা ভুলে যাই তাহলে আমাদের ধরবেন না। হ্যাঁ আমাদের পালনকর্তা!

আমাদের ওপরে বোঝা চাপাবেন না যা আমাদের পূর্বপদদের ওপর চাপিয়েছিলেন। হে আমাদের পালনকর্তা! আমাদের এমন মজা বহন করতে বাধ্য করবেন না যা বহন করার জন্য আমাদের সামর্থ্য নাই। আমাদের ক্ষমা করুন এবং আমাদের কোন মাফ করুন ও আমাদের প্রতি আপনি রহম করুন। আপনি আমাদের অভিভাবক, আমাদের কাফের সম্পদের বিরুদ্ধে সাহায্য করুন।

সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ

আপনি যদি সূরা বাকারার সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ পড়তে পারেন তাহলে এতে কিন্তু সওয়াব আরো অনেক বেশি পাবেন। আমরা অনেকেই কিন্তু সূরা বাকারা আরবিতে পড়তে পারে না তাই সূরা বাকারা শেষ দুই আয়াত আপনি যদি পড়তে চান তাহলে নিচের অংশে সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ জেনে নিন। 

আয়াত ২৮৫ঃ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মীর রাব্বিহি ওয়াল মুমিনুন,করলাম আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি, লা নুফাররিকু আহাদিম মির রুসুলিহি, ওয়া ক্বালু সানিইনা ওয়া আতওন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।

আয়াত ২৮৬ঃ লা ইউকাল্লিফুলাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসবাত,ওয়া আলাইকা মুকতাসাবাত, রাব্বানা লা তুআাখিজনা ইন্না নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা হু,আলাল্লাযিনা মিন ক্বাবলিনা,রাব্বানা ওয়ালা তুহামমিলনা মা লা তা ক্বাতা লানা বিহ, ওয়া ফু আন্না, ওয়াগফির লানা ওয়ারহামনা, আন্ত মাওলানা ফা আনসুরনা, আলালা ক্বাওমিল কাফিরন। 

আপনি যদি আরবিতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়তে না পারেন তাহলে বাংলা অর্থ দেখে দেখে কিন্তু পড়তে পারবেন এটাও আপনি সওয়াব পেয়ে যাবেন। আশা করছি উপরের উচ্চারণ গুলো আপনাকে শুদ্ধভাবে পড়তে সাহায্য করবে এবং আপনি খুব সহজে সূরা বাকারা শেষ দুই আয়াত পড়তে পারবেন।

সূরা বাকারার শেষ দুই আয়াত ফজিলত

আর্টিকেলটি পড়ার মাধ্যমে ইতিমধ্যে আমরা জেনেছি সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ। সূরা বাকারা আমাদের সকলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ একটি সূরা এবং এর ফজিলত অনেক। এ দোয়া পাঠ করলে আমরা একদিকে যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে ঠিক তেমনি শয়তানের ক্ষতি থেকেও কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে থাকেন। চলুন সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত সম্পর্কে আমরা জেনে আসি ।
  • সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত অনেক বেশি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন যে যে ব্যক্তির রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে তার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন এবং আর দুটো পাঠ করার মাধ্যমে আল্লাহতালা তার সুরক্ষা করবেন এবং শয়তানের ক্ষতি থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। ( বুখারী, মুসলিম)
  • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি রাতের বেলাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তাহলে তা ঐ ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারি ৫০১০, মুসলিম ৮০৭)
  • হযরত আবু মাসুদ রাঃ বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন রাতে যে ব্যক্তি সূরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করল তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করেন তাহলে এই ২ আয়াত ছাড়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জিন এবং মানুষের সকল ধরনের অনুষ্ঠান থেকে আল্লাহ তা'আলা আপনাকে নিরাপদ রাখবে।
  • সূরা বাকারার শেষ দুই আয়াতের অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে আল্লাহতালার কাছে কিন্তু এর মাধ্যমে ক্ষমা চাওয়া হয়েছে এবং আল্লাহতালার রহমত ও দয়া কামনা করা হয়েছে। এজন্য আমাদের প্রতিটা মুসলিম মুমিনদের জন্য কিন্তু সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক বড় নেয়ামত।
  • আল্লাহতালা কারো উপরে বোঝা চেপে দেন না যা তার সামর্থের বাইরে হয় এজন্য সূরা বাকারার এই শেষ দুই আয়াত পড়ার মাধ্যমে আল্লাহতালার কাছে সহজ বোঝা এবং জীবনের সকল ভুল ত্রুটি গুলো মাফ করার জন্য প্রার্থনা করা হয়ে থাকে।
  • এছাড়া সূরা বাকারার শেষ দুই আয়াতের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে কিন্তু আল্লাহতালার কাছে সকল ধরনের সাহায্য প্রার্থনা করা হয়েছে এবং এটা মুমিনদের ক্ষেত্রে রক্ষা বাচক।
  • এছাড়াও একটি বন্দরায় এমন এসেছে যে কেউ যদি ছাড়া বাকারার সিজদার আয়াত পাঠ করে তাহলে তার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না এবং ফেরেশতা তাকে রক্ষা করবে।

সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত

প্রিয় পাঠক বন্ধুরা, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ তো আপনারা জানলেন। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত কি এবং কতটা গুরুত্বপূর্ণ। চলুন তাহলে এ বিষয়ে সম্পর্কে এবার বিস্তারিত জেনে আসা যাক।
multiplebd-সূরা-বাকারার-শেষ-দুই-আয়াত-বাংলা-অর্থসহ
  • সূরা বাকারার শেষ তিন আয়াত এর গুরুত্ব ও ফজিলত এতটাই বেশি যে একজন আল্লাহর নবীকে প্রশ্ন করছিলেন যে হে আল্লাহর নবী কুরআনের ভেতরে কোন আয়াতের মাধ্যমে আপনি আপনার উম্মত এবং বান্দাদের জন্য দোয়া করতে চান তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে সূরা বাকারার শেষ অংশ । সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে সূরা বাকারার শেষ তিন আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং এর ফজিলত খুব বেশি।
  • আল্লাহ তাআলা তার আরশের নিচে থাকা ভান্ডার থেকে তাদের উম্মতের জন্য সূরা বাকারার এই শেষ তিন আয়াত নাযিল করেছেন। ইহকাল এবং পরকালের এমন কোন কল্যাণ নেই যা এর ভেতরে নেই। ( মিশকাতঃ২১৬৯) সহিহ ইবনে হিব্বানঃ ১৬৯৭)
  • নুবান বিন বাশির রা. থেকে বর্ণিত রাসূল সাঃ বলেছেন যে আল্লাহ আসমান এবং জমিন চৃষ্টির ২০০০ বছর আগেই একটি কিতাব লিখেছিলেন আর সেই কিতাব থেকে তিনি তিনটি আয়াত নাযিল করেছিলেন। আরে যে আয়াতগুলো হচ্ছে সূরা বাকারার শেষ এই তিন আয়াত।
  • সূরা বাকারার শেষ তিন আয়াত যে ঘরে পাঠ করা হয় সেই ঘরে কিন্তু শয়তান আসতে পারে না এবং এই তিন আয়াত পাঠ করলে আমরা আল্লাহতালার কাছে সকল ধরনের সাহায্য প্রার্থনা করে থাকে।

সূরা বাক্বারার গুরুত্ব ও উপকারিতা

সূরা বাকারার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সূরা বাকারা যদি পাঠ করা হয় তাহলে এটা কিন্তু আমাদেরকে জিন শয়তান থেকে বিরতরিত করতে পারে। এছাড়া আল্লাহ পাকের ইচ্ছাতে কিন্তু এছাড়া পাঠ করলে জাদু বিনষ্ট হয়ে থাকে। এছাড়াও আছে আরো অনেক গুরুত্ব ও অপকারিতা চলুন এগুলো জেনে আসা যাক।
  • সহীহ ইবনে হিব্বান ও মুসতাদরেকে হাকিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন প্রতিটা জিনিসেরই একটা চূড়া থাকে আর সূরা বাকারা হচ্ছে কোরআন মাজীদের চোরা। কোন ব্যক্তি যদি রাতে সূরা বাকারার এই শেষ তিন আয়াত এক রাত তেলাওয়াত করে তাহলে কিন্তু তার বাড়িতে শয়তান দিনরাত পর্যন্ত প্রবেশ করতে পারবে না।
  • এছাড়া বুখারী শরীফের মাসুদ রাযিআল্লাহু তা'আলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু সালাম বলেছেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতের বেলা থেকে তেলাওয়াত করলো তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে।
  • সূরা বাকারার ভিতরে কিন্তু আয়াতুল কুরসি আছে আর এই আয়াতুল কুরসি আপনি যদি পাঠ করেন তাহলে জিনের অনিষ্ঠ থেকে কিন্তু বিরত থাকতে পারবেন এছাড়াও হেফাজত করে।
  • এ প্রসঙ্গে ইমাম তার বাণী ও নাসায়ী রাযিআল্লাহ তালা আনহু এর সূত্রে আর তারগিবে আলবানি আনহু এর একটি হাদিসে উল্লেখ আছে যে, যে ব্যক্তি সন্ধ্যাতে আয়তন করছি তেলাওয়াত করলো আল্লাহ তাআলা তাকে সকল পর্যন্ত যে অনিষ্ট থেকে হেফাজত করবেন এবং রক্ষা করবেন।
  • সর্বোপরি বলা যায় যে সূরা বাকারার গুরুত্ব ও উপকারিতা এতই বেশি যে আপনি যদি কুরআন মাজীদের গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করতে চান তাহলে সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন কারণ সূরা বাকারা তেলাওয়াত করা হলে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য যথেষ্ট করে দেয়।

সূরা বাকারার শেষ দুই আয়াত পরার নিয়ম

সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ বা আরবিতে যেভাবেই পড়েন না কেন তেলাওয়াত করার মাধ্যমে কিন্তু অনেক সওয়াব পাওয়া যাবে। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ার নিয়ম সম্পর্কে চলুন জেনে আসা যাক। 
  • রাতে ঘুমোনোর আগেঃ রাসুল সাঃ বলেন যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করল তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার আয়াতগুলো পড়তে পারেন।
  • রাতে পড়া হলে এর অধিক গুরুত্ব রয়েছে কিন্তু আপনি চাইলে সূরা বাকারার শেষ দুই আয়াত দিনে অথবা যেকোনো সময়ে পড়তে পারবেন।
  • আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়তে চান তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন তেলাওয়াত করার সময় আপনার শরীর এবং মনের পবিত্রতা যেন বজায় থাকে। এক্ষেত্রে আপনি চাইলে অজু করে আয়াতগুলো পড়তে পারেন এতে কিন্তু আরও অনেক বেশি সওয়াব পাবেন এবং এর গুরুত্বও অনেক।
  • যতবার তেলাওয়াত করবেন তেলাওয়াত করার পূর্বে অবশ্যই আপনি"আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম" বলে তেলাওয়াত শুরু করবেন তাহলে আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস থাকবে এবং একজ্ঞতা ও ভক্তি সহকারে তেলাওয়াত করতে পারবেন।
  • দিনে অন্তত দুইবার করে হলেও সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হলে এটা কিন্তু আমাদের আমল হিসেবে অনেক বেশি গুরুত্ব পাবে এবং আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও দয়া আমাদের জন্য প্রস্তুত থাকবে।

সূরা বাকারার শেষ দুই আয়াত - শেষ কথা 

সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ এ ধরণের তথ্যগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে অফিসে ভিজিট করুন আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url